শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে বজ্রপাতে নারীর মৃত্যু

টাঙ্গাইলে বজ্রপাতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু হয়েছে । আজ সোমবার বিকালে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধু একই গ্রামের হামিদ আলীর
স্ত্রী আখি বেগম (৩০) । ওই গৃহবধু পাশের বাড়ি থেকে দুধ ক্রয় করে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়।
এ বিষয়ে সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, এক সপ্তাহের তাপদাহের পর সোমবার বিকেলে হালকা বাতাস, বজ্রপাত ও বৃষ্টি হয়। বৃষ্টির সময় হামিদ আলীর স্ত্রী আখি বেগম পাশের বাড়ি থেকে দুধ ক্রয় করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে সাগরদিঘী বাজার এলাকায় ঝড়ের আঘাতে বেশ কিয়েকটি বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় এক সাংবাদিক ।তিনি অারোও জানান, ঝড়ের সময় গাছ ভেঙে রাস্তায় পরে যায়। এসময় একটি গাছ ভেঙে দাড়িয়ে থাকা সিএসজির উপড়ে পড়লে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহত যায়নি বলে জানান তিনি ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -