নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বন্ধুদের সাথে একসঙ্গে নদীতে গোসলে নেমে টিকটিক ভিডিও করতে গিয়ে পানির স্রোতের সাথে তলিয়ে ডুবে গিয়ে অপু মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ এলাকায় বংশাই নদীতে এ ঘটনা ঘটে। অপু মিয়া উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরের পরে অপুসহ ৫-৬ জন ছেলে দলবেঁধে বংশাই নদীর পারে টিকটক ভিডিও করতে আসে। পরে তারা সবাই নদীতে গোসল নেমে ডুব দেন। এতে সবাই উঠলেও অপু ডুব দিয়ে আর উঠেনি।
এসময় তার বন্ধুরা খোঁজাখুঁজি করার একপর্যায়ে আশপাশের লোকজনদের জানালে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অপুকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বিপুল কুমার ঘোষ জানান, ৯৯৯-এ নাম্বার থেকে কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০-১৫ মিনিট উদ্ধার কাজ চালিয়ে অপু মিয়ার মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের কাজে মরদেহটি হস্তান্তর করা হয়।