নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলে ২য় দফা বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সন্দিহান কৃষিবিভাগ।
এদিকে যমুনাসহ স্থানীয় নদীগুলোর পানি কমতে শুরু করেছে। যমুনা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমে গেলেও বন্যায় ২০ হাজার ৬শ’ ৮৩ হেক্টর জমির আমন ধান নষ্ট হয়ে গেছে। এতে কৃষকদের চরম হতাশায় দিন কাটছে।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ উপ-সহকারী পরিচালক আবু আদনান জানান, চলতি আমন মৌসুমে ৮১ হাজার ৭শ’ ২০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়। এরমধ্যে ২য় দফা বন্যায় ১৫ হাজার ২শ’ ৯৩ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। জেলায় ৩২ হাজার ৬শ’ ৪৩ হেক্টর জমিতে বোনা আমন চাষ করা হয়েছিল। এর মধ্যে ৫ হাজার ৩শ’ ৯০ হেক্টর জমিন ধান নষ্ট হয়ে গেছে। এতে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।