সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত, প্রতিরোধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত, প্রতিরোধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে রাজনৈতিক ছত্রছায়ায় দিন দিন বেড়েই চলছে কিশোর গ্যাংয়ের উৎপাত। তাদের চলাফেরা ও বিভিন্ন অপরাধমূলক অপকর্মের প্রতিবাদ বা সচেতন করতে গেলেই শিকার হতে হয় হয়রানি, মারধর এবং প্রতিবাদকারীকে প্রাণনাশের হুমকি দেয় বেপরোয়া কিশোর গ্যাং সদস্যরা।

সম্প্রতি গত কয়েকদিন আগে ভুঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পুকুর পাড়ের রাস্তা থেকে মোটরসাইকেল সরাতে বললে ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি গ্রামের গ্রামের জাহাঙ্গীর আলম তালুকদার নামে এক প্রবাসী মারধরের শিকার ও তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এনিয়ে গত বুধবার ১২ জুন রাতে কিশোর গ্যাংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেছে ঘাটান্দি গ্রামবাসী। এছাড়াও প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় বিক্ষুদ্ধ জনতা। এরআগে উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা জানান, উপজেলায় কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং বেড়েছে। দীর্ঘদিন ধরে চিহ্নিত কয়েকটি কিশোর গ্যাংয়ের অত্যাচরে অতিষ্ট মানুষ। মাদক সেবন, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, হামলা ঘটনা ঘটছে। এতে হুমকির মুখে পড়েছে ব্যবসায়িক ও সামাজিক নিরাপত্তা। এসময় জননিরাপত্তা এই ইস্যুতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ভূঞাপুর পৌরসভার কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, সাবেক সদস্য আজাহারুল ইসলাম আজহার, উপজেলা আওয়ামী লীগের নেতা মিনহাজ উদ্দিন প্রমুখসহ এলাকার শতশক লোক অংশ নেন।

এদিকে- হামলার ঘটনায় জড়িত কিশোর গ্যাংদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। হামলার শিকার জাহাঙ্গীরের ভাই মুহাইমিনুল ইসলাম মন্টু জানান, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানায় ওসি না থাকায় সেটি লিপিবদ্ধ হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গত ১১ জুন মঙ্গলবার দুপুরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ের একটি মার্কেটের সামনে পৌরসভার ঘাটান্দি গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলম তালুকদারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বেশ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় হামলাকারীরা প্রবাসীর কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -