সোমবার, মার্চ ২০, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে বালুর স্তূপে চাপা পড়ে শ্রমিক নিহত

টাঙ্গাইলে বালুর স্তূপে চাপা পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বালুর ঘাটে কাজ করার সময় বালুর স্তূপে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার হাশেম প্রামাণিকের বালুর ঘাটে এই ঘটনা ঘটে বলে ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান।

নিহত ২৫ বছরের রাশেদুল ইসলাম উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, বালুর স্তূপ ছিল অনেক উঁচু। তিন চারজন শ্রমিক সেই স্তূপের ওপর থাকা পাইপ খুলতে সেখানে উঠেছিল। এ সময় স্তূপটি ভেঙে পড়লে তারা বালুর নীচে চাপা পড়েন।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি ফরিদুল।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -