শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল নানি-নাতনির

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল নানি-নাতনির

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নানি-নাতনি নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনবাড়ি উপজেলার গোবিন্দচর গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী উমেছা বেগম (৬০) ও একই গ্রামের তোফায়েল আহমেদের স্ত্রী মরিয়ম আক্তর (২০)। নিহতরা সম্পর্কে নানি-নাতনি।

এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতালের মর্গে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, দুপুরে মধুপুর-ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার যাত্রী নানি-নাতনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজন গুরুতর হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -