ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ মিয়া কুড়িগ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন ছয়জন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।