টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপার নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হন।
শনিবার সকালে বাসাইল লিংক রোডের এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, নীলফামারী থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকায় যাচ্ছিল। অপরদিকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক বাসাইল লিংক রোডে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত এবং ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্য তিনজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।