নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে সাহেরা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার গাংগাইর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেরা খাতুন মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মৃত জোয়াদ আলীর স্ত্রী।
এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন অফিসার লাভলু তরফদার বলেন, মধুপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি বাস উপজেলার উপজেলার গাংগাইর বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা খালি ড্রাম ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রায় ২৩ জন আহত হয়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে এক নারী মারা যান। এছাড়া আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর বলে তিনি জানান।
নিহতের স্বজনরা জানায়, জমি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে মেয়ে জেসমিনকে নিয়ে টাঙ্গাইলের আদালতে যাচ্ছিলেন সাহেরা।