- নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ মোটরসাইকেল আরোহী তানভিন রেজওয়ান (২৪) নামে এক যুবকসহ ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) বেলা সাড়ে ৩ টায় মহাসড়কের হাতিয়া ১৩ নং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজওয়ান নওগাঁর রাণীনগর উপজেলার রাণীনগর গ্রামের সায়েম প্রামাণিকের ছেলে।
একই দিনে বেলা দুপুরের দিকে জোকারচর ১৮ নং ব্রিজের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ফনিচন্দ্র দাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের তরুনী চন্দ্রদাস ছেলে।
জানা গেছে, বিকালের দিকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস ও উত্তরবঙ্গগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় রেজওয়ান নামে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেরারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে, দুপুরের দিকে মহাসড়কের পাশে জোকারচর এলাকায় আরেকজন ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনের পাশে পড়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যায়। পরে তার মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলামকে মোবাইল ফোনে একাধিক যোগাযোগের করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।