নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবীতে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদলের। মঙ্গলবার সকাল ১১টায় ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয় হইতে বের হলে পুলিশি বাধার মধ্যে পড়লে সেখানেই সমাবেশ করে। সদর থানা যুবদলের আহবায়ক কবীরুজ্জামান কবীরের সভাপতিত্বে সদস্য সচিব ইকবাল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী,সিনিঃ যুগ্ম আহবায়ক খন্দঃ রাসেদুল আলম,সদস্য সচিব মাসুদ তালুকদার।
এ সময় জেলার যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান খান টিটন,সৈয়দ শাতিল, জাহিদ হোসেন মালা,ফরহাদ ফারুক,সজল তানভির,শহর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও যুবদল নেতা ফরিদুল ইসলাম মিল্টন সহ জেলা ও থানা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।