মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeজাতীয়টাঙ্গাইলে বিনামূল্যে কিশোরী শিক্ষার্থীদের মাঝে স্যানেটারী প্যাড ও খাবার বিতরণ

টাঙ্গাইলে বিনামূল্যে কিশোরী শিক্ষার্থীদের মাঝে স্যানেটারী প্যাড ও খাবার বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ সখীপুর শাখার উদ্যোগে ৫ টি বিদ্যালয়ের ১৫০ জন কিশোরী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্যানেটারী প্যাড ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ছোট মৌশা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও ওই সংস্থার পক্ষে উপজেলার ইছাদিঘী, কেজিকে, পাবলিক, ছোট মৌশা ও কাহারতা উচ্চ বিদ্যালয়ে কিশোরী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাজনক ব্যবস্থা সংযুক্ত উন্নত মানের টয়লেট নির্মাণ করে দিয়েছেন। এ উপলক্ষে কিশোরী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনার আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার প্রধান অতিথির বক্তব্য দেন । এ সময় অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, মেডিকেল অফিসার আরিফুজ্জামান খান, মৌটুসী ইসলাম মৌ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ও সংস্থাটির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -