নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নানাবিধ কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টাঙ্গাইল জেলা মানবধিকার কমিশনের আয়োজনে এক বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদিক্ষিণ শেষে টাঙ্গাইল পৌরসভার সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গইল জেলা শাখা, পৌর শাখা, বাংলাদেশ মানবাধিকার বাস্তাবায়ন সংস্থা, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি টাঙ্গাইল, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন এতে অংশ নেয়।
আলোচনার সভার বিয়য় ছিল “আসুন সমতা, ন্যায়-বিচার, মানব মর্যদার জন্য দাড়াই”। সভায় এম এ ছাত্তার উকিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, পৌরসভার সভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, অ্যাডভোকেট আতোয়ার রহমান আজাদ প্রমুখ। সভা পরিচালনা করেন একুশে টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপন।