টাঙ্গাইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

0
102

নিজস্ব প্রতিনিধি ঃ ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’Ñ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মমূচির মধ্যে দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। টাঙ্গাইল সিভিল সার্জন, ডেমিয়েন ফাউন্ডেশন-টিটিএলসিপি এবং নাটাব টাঙ্গাইল জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ ইবনে সাঈদ, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সম্ভুনাথ চক্রবর্তী, ডেমিয়েন ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা. মো. তৌফিক হাসান, প্রকল্প পরিচালক কবির মো. মনিরুল আজম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সদস্য কবি আল রুহী।
এছাড়া অনুষ্ঠানে টাঙ্গাইল মেডিকেল এ্যাসিসটেন ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।