বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল দাদী-নাতনীর

টাঙ্গাইলে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল দাদী-নাতনীর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে বেড়াতে এসে পানিতে ডুবে দাদী-নাতীর মৃত্যু হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় খসরু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তার নাতনী খাদিজা (১২)। গ্রামের বাড়ি কলিয়া হলেও তারা ঢাকায় বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা যায়, দুইদিন আগে সুফিয়া বেগম পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে দুপুরের দিকে দুই নাতনীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মরাবিলের পাড়ে পানি দেখতে গিয়ে সুফিয়া বেগম ও তার এক নাতনী গোসলে নামে। পরে তারা পানিতে ডুবে যায়।

এ সময় একটি পিকনিকের নৌকার লোকজন তাদের দেখতে পেয়ে ডাক-চিৎকার করে। কেউ এগিয়ে না আসায় পিকনিকের নৌকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। পরে স্বজনরা খবর পেয়ে তাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য রানা হামিদ লিটন বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এসএম রাফিউর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন নিয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -