শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমণ, ২৪ ঘণ্টায় আরও ১০ রোগী শনাক্ত

টাঙ্গাইলে বেড়েই চলছে ডেঙ্গুর সংক্রমণ, ২৪ ঘণ্টায় আরও ১০ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই প্রকট আকার ধারণ করছে। প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ফলে চরম উদ্বিগ্নতায় আছে শহরবাসী। এরইমাঝে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এরমধ্যে টাঙ্গাইল সদর উপজেলার ২জন, নাগরপুরে ৬ জন, সখিপুরে ১ জন এবং মধুপুরে ১ জন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া আরও বলেন, আক্রান্তরা স্থানীয় হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। আর সুস্থ হয়েছেন ১১৮ জন রোগী। এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -