রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলটাঙ্গাইলে বৈশাখী টিভির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

টাঙ্গাইলে বৈশাখী টিভির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনার সভার মধ্যে দিয়ে বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার।

বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -