সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি; নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল লুট

সখীপুরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি; নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল লুট

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে শাটারের গ্রীল কেটে কাপড়ের দোকানে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার কচুয়া বাজারে মাস্টারস্ ট্রেইলার্সে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই দোকানের নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সখীপুর থানায় ডায়েরি করা হয়েছে।

জান যায়, প্রতিদিনের মতো বুধবার রাত ১০টার দিকে দোকানের কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানের মালিক শেখ বিল্লাল হোসেন ও তাঁর কর্মচারীরা বাড়ি চলে যান। বৃহস্পতিবার ভোরে দোকানঘর খুলতে এসে গ্রীল কাটা দেখতে পান।

দোকানের মালিক শেখ বিল্লাল হোসেন বলেন, রাতে যথারিতী শার্টার ও গ্রীল বন্ধ করে বাড়ি চলে যাই। ভোরে দোকান খুলতে এসে গ্রীল ও শার্টার কাটা দেখতে পাই। চোরেরা নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার কাপড়চোপড় লুট করে নিয়েছে বলে তিনি জানান।

কচুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলিম বলেন, বাজার বণিক সমিতির পক্ষ থেকে চুরির ঘটনায় তদন্ত চলছে। আইনিভাবে সহায়তার জন্য সখীপুর থানায় ডায়েরি করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -