নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ভুয়া ভোটার বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাগরদিঘী বাজারে মানববন্ধন করেন সাগরদিঘী বাজারের ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তরা বলেন, আগামী ২২ সেপ্টেম্বর সাগরদিঘী বণিক সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ভুয়া ভোটার বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের সমন্বয়ে সুন্দর, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি সদস্য মো. সুরুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এবাদুল্লাহ চৌধুরী জুয়েল, আল আমিন প্রমূখ। এতে সাগরদিঘী বাজার বণিক সমবায় সমিতির অন্যান্য সদস্য ছাড়াও ব্যবসায়ীরা অংশ নেন।