নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র রমজানে মাসে বিভিন্ন হোটেলের খাবারের মান ঠিক রাখতে টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের ৩ হোটেল মালিক ৩৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান এ অর্থদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন সিফাত হোটেলের মো. শিশির, সনি স্টার হোটেলের লেবু মিয়া এবং উজালা হোটেলের উজ্জল মিয়া।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, পবিত্র রমজানে মাসে হোটেলগুলোতে ভেজাল রোধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের খাবারের মেয়াদ উর্তীন এবং খাবারের স্থল নোংরা পরিবেশের কারণে তাদেরকে জরিমানা করা হয়। পরে মেয়াদ উর্তীন খাবারগুলো নষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় বিভিন্ন দোকানদারকে আর্থিক জরিমানা করা হয়। তাদের এই অভিযান অভ্যাহত থাকবে।