নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও আব্দুল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, বুধবার দুপুরে শহরের বটতলায় দি নিমন্ত্রণ ও ক্যাপসুল মার্কেটের শ্রীমতী প্রশাধনী, ১-৯৯ শপিং মল, সজনী কসমেটিক এর দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোকান গুলোতে মেয়াদ উত্তীর্ণ, বেজাল পণ্য পাওয়ার অপরাধে বিএসটিআই এর ১৯৮৫ সালের ২৪/৩১ এর ‘ক’ ধারায় দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়।
অভিযান শেষে ভেজালযুক্ত বিভিন্ন পণ্য জব্দ করে এনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে সেগুলো ধ্বংশ করা হয়।