সোমবার, নভেম্বর ৪, ২০২৪
Homeজাতীয়টাঙ্গাইলে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মাচের্র ৪১তম দিবস উপলক্ষে আলোচনা সভা

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মাচের্র ৪১তম দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪১তম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় টাঙ্গাইল সাধারন গ্রন্থাগার মিলনায়তনে মওলানা ভাসানী ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা কবি বুলবুল খান মাহাবুব । বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুল বারী, সাধারন গ্রন্থাগার এর সাধারন সম্পাদক কবি মাহমুদ কামাল, ফাউন্ডেশনের প্রচার সম্পাদক খন্দকার আনিছুর রহমান আনিছ। অনুষ্ঠানে মওলানা ভাসানী ফাউন্ডেশন এর চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাসানী যুব ফাউন্ডেশনের সভাপতি আমিনুল ইসলাম, ছাত্রনেতা নুরুল ইসলাম, থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব প্রমূখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মোঃ মাহমুদুল হক সানু। অনুষ্ঠানে বক্তারা মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের বিভিন্ন গুরুত্বপূর্ন দিক, নতুন প্রজন্মের কাছে তুলে ধরে আলোচনা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -