টাঙ্গাইলে মরা মুরগি জবাই করে খণ্ডাংশ বিক্রির দায়ে এক নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে পুলিশ ও পৌরসভার সহযোগিতায় টাঙ্গাইল পৌর এলাকার পার্কবাজারে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল পৌর এলাকার পার্কবাজারে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি মরা মুরগির জবাই করা খণ্ড খণ্ড অংশ বিক্রেতা ছালেহা বেগমকে (৪০) আটক করা হয়।
তিনি টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাপুর গ্রামের মাহমুদুলের স্ত্রী। মরা মুরগি বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ আটক ছালেহা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে মরা মুরগির খণ্ড খণ্ড অঙ্গ মাটিচাপা দেয়া হয়।