সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনা মূল্যে ঔষদ বিতরন ও...

টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনা মূল্যে ঔষদ বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের বড় বাশালিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনা মূল্যে ঔষদ বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার দুপুরে বড় বাশালিয়া ঈদগাহ্ মাঠ প্রাঙ্গনে। মোহাম্মদ আলী স্মৃতি সংসদের উদ্দ্যেগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনা মূল্যে ঔষদ বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলার জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আবু তাহের। আয়োজিত অনুষ্ঠানে বড় বাশালিয়া মসজিদ কমিটির সভাপতি আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্ধোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, স্মৃতি চারন করেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সুমন। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক শাহ আলম ফকির, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল, যুবনেতা আব্দুল্লাহ আল কাফী সাহেদ, মো. শাইফুর রহমান শহিদ, আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. রাশেদ খান।
এসময় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনা মূল্যে ঔষদ বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্পে পাচঁ শতাধীক দরিদ্ধদের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষদ বিতরন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -