শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মাওলানা ভাসানীকে শ্রদ্ধাভরে স্মরণ

টাঙ্গাইলে মাওলানা ভাসানীকে শ্রদ্ধাভরে স্মরণ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃটাঙ্গাইলে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে।  ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ভোর হতেই জেলার সন্তোষে ভাসানীর মাজারে ভক্ত ও মুরিদানদের ঢল নামে।

প্রথমে ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ এবং মোনাজাতের  মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মো. আলাউদ্দিন।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ভাসানী ভক্ত ও মুরিদানরা মাজারে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, কাঙালী ভোজ, মাওলানা ভাসানীর কর্মময় জীবনের উপর আলোচনা সভা, বাউল গানসহ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -