টাঙ্গাইলে আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুন) সকালে সদর উপজেলার চারাবাড়ি এলাকার এসডিএসয়ের মাঠ থেকে ওই মাদক বিক্রেতার মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল মান্নানের বাড়ি চারাবাড়ি গ্রামে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, ভোরে মাদক ব্যবসা নিয়ে দু’গ্রুপের কোন্দলে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় একজন মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে সকাল সাতটায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তুল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।