নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ মে) টাঙ্গাইলের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসান এই রায় দেন।
দণ্ডিত ওই নারীর নাম – তাসলিমা (৪৪)। তিনি মির্জাপুর উপজেলার গোড়াই মঈন নগরের রাজু আহমেদের স্ত্রী।
টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) এস আকবর খান জানান, দণ্ডিত তাসলিমাকে মির্জাপুর থানার পুলিশ ২০১৬ সালের ১৫ মার্চ মির্জাপুর ক্যাডেট কলেজের কাছ থেকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই দিনই মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদি হয়ে তাসলিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, তদন্ত শেষে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন ২০১৭ সালের ২৮ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার সময় তাসলিমা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।