শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ দূর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা

টাঙ্গাইলে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ দূর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলে ‘মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও দূর্নীতি প্রতিরোধে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলা এমপি ।
জেলা প্রশাসক খান মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদারসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -