এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে এ উপলক্ষে শোভাযাত্রা, ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ,দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শণ, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হয়। পরে ক্যাম্পাস চত্ত্বরে একটি বিশাল কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব পালন করা হয়। এসময় ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের ডিন এ এস এম সাইফুল্লাহ, রেজিষ্ট্রার ডক্টর মোঃ তৌহিদুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহীন উদ্দিন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ডক্টর ইকবাল মাহমুদসহ বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।