নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরীফুল হক, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ। এসময় মুজিব নগর দিবসের উপর নির্মিত এক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।