বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলটাঙ্গাইলে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

টাঙ্গাইলে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

টাঙ্গাইল  প্রতিনিধিঃ টাঙ্গাইলে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনা টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান, চ্যানেল আইয়ের প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বিজয় টেলিভিশনের প্রতিনিধি আবু জোবায়ের উজ্জল, যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়ের মল্লিক বুলবুল, ঢাকা টাইমসের স্টাফ রিপোর্টার রেজাউল করিম, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এখন টেলিভিশনের প্রতিনিধি কাওছার আহমেদ।

এ, সময় বক্তারা বলেন, মোহনা টেলিভিশন ১৩ বছরের অগ্রযাত্রায় সুনামের সাথে সম্প্রচার করে আসছে। বিনোদনের পাশাপাশি সংবাদ সম্প্রচার করে দর্শকদের কাছে জায়গা করে নিয়েছে মোহনা টেলিভিশন। এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান তারা। পরে মোহনা টেলিভিশনের জন্মদিনের শুভেচ্ছা জানান অতিথিরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -