বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরটাঙ্গাইলে যমুনা নদীতে বাড়ছে ডাকাতি কুখ্যাত ডাকাত গ্রেফতার ১

টাঙ্গাইলে যমুনা নদীতে বাড়ছে ডাকাতি কুখ্যাত ডাকাত গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরের বিস্তৃর্ণ চরাঞ্চলসহ যমুনা নদীতে ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। গত সোমবার বেসরকারি সংস্থা আশা এনজিও’র বহনকারী কর্মীদের নৌকাতে ডাকাতির ঘটনা ঘটে। এতে ডাকাতরা এনজিও কর্মীদের কাছ থেকে নগদ ৩ লক্ষ টাকা ও ৪টি ট্যাব ছিনিয়ে নিয়ে যায়। একই দিনে গরুবাহী একটি নৌকাতে ডাকাতরা হামলা চালিয়ে ৯জন গরু ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকা নিয়ে যায়। এর সপ্তাহ খানেক আগেও যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এদিকে ভূঞাপুরে বাবু (৩০) নামের একজন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় সিরাজগঞ্জের বনবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে রাতেই তাকে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতার হওয়া বাবু সিরজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নওশের আলীর ছেলে। পরে আজ বুধবার তাকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ভূঞাপুর থানা অফিসার ইনর্চাজ (তদন্ত) আলমগীর আশরাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সিরাজগঞ্জ পুলিশের সহযোগিতায় সিরাজগঞ্জের বনবাড়িয়া এলাকা থেকে কুখ্যাত ডাকাত বাবুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বিভিন্ন সময় যমুনা নদীতে নৌ-ডাকাতির কথা স্বীকার করেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -