টাঙ্গাইলে ইয়াবাসহ পারভীন আক্তার বৃষ্টি আটক

0
155

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে ৭০ পিস ইয়াবাসহ পারভীন আক্তার বৃষ্টি নামে এক নারীকে আটক করেছে করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার বিকেলে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। তিনি ওই গ্রামের মো. আলামিনের স্ত্রী।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই শ্যামল হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৭০ পিস ইয়াবাসহ শনিবার রাতে তাকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।