টাঙ্গাইলে রুপা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

0
137

 

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইল জেলার মধুপুরে চলন্ত বাসে ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের শিক্ষার্থী জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। ২০১৮ সালের ৩ জানুয়ারি মামলাটিতে সাক্ষ্য দেয়ার দিন ধার্য করেছে আদালত।

আদালত সূত্রে জানা যায়, বুধবার রূপা হত্যা মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল এবং গণধর্ষণ ও হত্যা মামলার পাঁচ আগামির উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক উপস্থিত না থাকায় জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক হিসেবে বুধবার (২৯ নভেম্বর) সকালে আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ পাঠায়। আসামিপক্ষের আইনজীবীরা মামলার পুনঃ তদন্ত পূর্বক আসামিদের অব্যাহতি ও জামিনের বিষয় নিয়ে তিনটি আবেদন করেন। পরে ওই তিনটি আবেদনের বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ছোঁয়া পরিবহনের হেলপার শামীম মিয়া (২৬), আকরাম হোসেন (৩৫) ও জাহাঙ্গীর আলম (১৯) এবং চালক হাবিবুর রহমান (৪৫) ও সুপারভাইজার সফর আলী মিয়া (৫৫) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দ-বিধি ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে ঢাকার আইডিয়াল ‘ল’ কলেজের শিক্ষার্থী জাকিয়া সুলতানা রূপাকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা গণধর্ষণ করে এবং বাসেই তাকে হত্যার পর মধুপুর উপজেলায় পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে তার মৃতদেহ ফেলে রেখে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই রাতেই অজ্ঞাত পরিচয় মহিলা হিসেবে তার মরদেহ উদ্ধার করে। পরদিন ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় রুপার প্রকাশিত ছবি দেখে রুপার ভাই হাফিজুর রহমান মধুপুর থানায় গিয়ে তাকে শনাক্ত করেন। ২৮ আগস্ট এ ঘটনায় জড়িত অভিযোগে ময়মনসিংহ-বগুড়া রুটের ছোঁয়া পরিবহনের হেলপার শামীম মিয়া (২৬), আকরাম হোসেন (৩৫) ও জাহাঙ্গীর আলম (১৯) এবং চালক হাবিবুর রহমান (৪৫) ও সুপারভাইজার সফর আলীকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই মামলার গ্রেপ্তারকৃত সকল আসামি এখন টাঙ্গাইল কারাগারে রয়েছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।