শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে রেল লাইনে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

টাঙ্গাইলে রেল লাইনে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেল লাইনের উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্ল্যা উত্তরপাড়া গ্রামের একটি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। যুবকের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, বিকালে আগতেরিল্ল্যা উত্তরপাড়া একটি ব্রিজের কাছে রেললাইন দিয়ে হাঁটছিল অজ্ঞাত ব্যক্তিটি। পথিমধ্যে জামালপুর থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ধলেশ্বরী নামে একটি লোকা ট্রেনের ধাক্কায় রেললাইন পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানায়।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ সত্যতা নিশ্চিত করেছেন জানান, বিকালে আগতেরিল্ল্যা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুর খবর স্থানীয়দের মাধ্যমে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -