নিউজ টাঙ্গাইল ডেস্ক:
মিয়ানমারে রোহিঙ্গাদের নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে মির্জাপুরে কলেজ রোডস্থ শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবি ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর অত্যাচার, নির্যাতন, হত্যা সহ মানবাধিকার লংঘনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয় বলে কমিশনের মির্জাপুর শাখার কাউছার আহমেদ চপল জানিয়েছেন।