মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়টাঙ্গাইলে লালন স্বরনোৎসব পালিত

টাঙ্গাইলে লালন স্বরনোৎসব পালিত

 

 টাঙ্গাইল : সত্য বল সুপথে চল ওরে আমার মন – আলোচ্য করে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে লালন স্বরনোৎসব।

সোমববার দিনব্যাপি এ উৎসবের আয়োজন করে টাঙ্গাইল সত্যধাম লালন সংসদ। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে লালন উৎসবে বাউল শফী মন্ডলসহ বাউল শিল্পীরা মধ্যরাত পর্যন্ত মাতিয়ে রাখে দর্শকদের।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, লালন শাহের গানে মানব ধর্মই বড় ধর্ম পরিলক্ষিত হয়েছে। আর এই পরম সত্যকেই বুকে ধারন করে গান পরিবেশন করেন বাউল শিল্পীরা।

টাঙ্গাইল সত্যধাম লালন সংসদের সভাপতি সিরাজুল ইসলাম লিজু বাউলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইলে জেলা প্রসাশক মাহবুব হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলূর রহমান মিরন, লোক সাহিত্য গবেষক অধ্যাপক আলীম মাহমুদ ও জেলা আওয়ামী লীগ নেতা তানভীর হাসান ছোট মনির।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -