শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে লেগুনা খাদে পড়ে নিহত ১

টাঙ্গাইলে লেগুনা খাদে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার বৈল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বাদশা (৫৫) কালিহাতী উপজেলার ডুবাইল গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার এএসআই খলিলুর রহমান বলেন, সকালে কালিহাতীর এলেঙ্গা থেকে লেগুনাযোগে যাত্রীরা টাঙ্গাইল শহরের দিকে আসছিল। পরে লেগুনাটি বৈল্লা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে লেগুনাটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে লেগুনায় থাকা ড্রাইভারসহ ১১জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালের ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -