শুভ্র মজুমদার,কালিহাতীপ্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মমিননগর এলাকায় দিনের বেলাতেই শিয়ালের কামড়ে ৬ নারী-পুরুষ আহত হয়েছে ।
জানা যায়, বুধবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বল্লা ইউনিয়নের মমিননগরের জামতলা নামকস্থানে এ ঘটনাটি ঘটেছে। এতে আহত হয়েছেন, ওই এলাকার অষ্টম শ্রেণীর ছাত্রী আখি(১৫), তমেজ উদ্দিন মুন্সী (৫৫), নাজমা (৪৫), রেখা আক্তার (৪৫), সালেহা (৫০), জয়মালা (৪৮)।
মমিননগরএলাকায় দুইটি শিয়াল রাস্তায় লোক চলাচলরত অবস্থায় তাদেরকে কামড়ে দেয়। আহতদেরকে চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।