সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে সেতু’র উদ্যোগে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

টাঙ্গাইলে সেতু’র উদ্যোগে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) এর বুনিয়াদি কার্যক্রমের আওতায় সংগঠিত অতিদরিদ্র পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। ৮ আগস্ট বুধবার দুপুরে সেতুর কার্যকরী পরিষদের সভাপতি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মির্জা শাহাদত হোসেন, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন-অর-রশিদ, জেলা শিক্ষা অফিসের শিক্ষা ও গবেষনা বিষয়ক কর্মকর্তা মো. বায়েজিদ হোসেন সদর থানার ওসি সায়েদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ১২৭ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -