টাঙ্গাইলের বাসাইলে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিয়েছেন ১১ মাদক বিক্রেতা ও মাদকসেবী। সোমবার সকালে বাসাইল থানায় উপস্থিত হয়ে তারা মাদক সেবন ও মাদক বিক্রি করবেন না মর্মে অঙ্গীকারনামা দেন। মাদকের কুফল সম্পর্কে অবহিত করে তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়। পুলিশকে মাদক দমনে সহায়তা দেবেন বলেও অঙ্গীকার করেছেন তারা।
জানা যায়, সোমবার বাসাইল পশ্চিমপাড়ার শফিকুল ইসলামের ছেলে সবুজ (২৫), একই এলাকার রব্বানী মিয়ার ছেলে আইয়ুব (৩০), বাসাইল এসআর পাড়ার ইজাহার মিয়ার ছেলে ফজলু মিয়া (৩২), পৌর এলাকার আবু হানিফ মিয়ার ছেলে শাকিল মিয়া (২৬), তোফায়েল হোসেন বেনুর ছেলে পিনাক (২৮), স্থল বল্লার ছালাম উদ্দিনের ছেলে জুয়েল (২৮), কাউলজানী বোড বাজার এলাকার মৃত সাবান আলীর ছেলে বিল্লাল (৬৫), একই এলাকার মৃত নিবারন ঋষির ছেলে পবন ঋষি (৩৮), মৃত ননী দত্ত’র ছেলে দীপক দত্ত (৬২), সুন্যা গ্রামের মৃত আব্দুল বাছের মিয়ার ছেলে কবির হোসেন (২৮), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে রোমান তারা সবাই বাসাইল থানায় উপস্থিত হয়ে অঙ্গীকারনামা দেন।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেশে বাসাইল থানা পুলিশ বাসাইল পৌর এলাকাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে মাদকের সাথে জড়িত, মাদকসেবী এবং ব্যবসায়ীদের তালিকা তৈরি করেছে। তালিকাভুক্তদের মাদক থেকে ফিরিয়ে আনতে প্রথম ধাপে এই ১১ জনকে বিশেষ সুযোগ দেয়া হয়েছে। বাসাইল উপজেলা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল দত্ত ঢাকাটাইমসকে বলেন, মাদক কখনো কারো আপন হতে পারে না। মাদক থেকে মুক্ত করতেই জেলা পুলিশ সুপারের নির্দেশে আমাদের এ প্রচেষ্টা।