টাঙ্গাইলে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

0
111

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাতে উপজেলার কেদারপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের মৃত মহর আলীর ছেলে মোহাম্মদ আলী (৩০) ও তার স্ত্রী সালমা বেগম (২৭)। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) দক্ষিণের ওসি শ্যামল কুমার দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন বিক্রি করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় হিরোইন বিক্রি করে আসছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।