নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে মাদক সেবনের অপরাধে দুইজনকে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ডসহ ১১ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. করিমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং র্যাবের সহায়তায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২৬ ধারায় বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়।
এর মধ্যে মৃত খন্দকার মোজাম্মেলের ছেলে মো. তানসেল (৪০) ও নইমুদ্দিনের ছেলে মো. ফরহাদকে (৩৫) ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
অপর দণ্ডপ্রাপ্তরা হলেন- শামীম আল মামুন (৪০), মো. দুলাল (৪০), মো. সবুজ মিয়া (২৫), মো. ছানোয়ার হোসেন (২৭), মো. হাবিবুর রহমান (৬৯), মো. নজরুল ইসলাম (৭০), মো. সমিজ উদ্দিন (৩২), মো. জহিরুল ইসলাম (৩৫) ও মো. নজরুল ইসলাম (৩৭)।