নিউজ টাঙ্গাইল ডেস্ক: ২০০৫ সালে সিরিজ বোমা হামলার ঘটনায় জেএমবির ১৪ সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন টাঙ্গাইলের একটি আদালত। মঙ্গলবার (৮ আগস্ট) জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
এই মামলায় শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইসহ ১৭ জনকে আসামি করে চার্জশিট দেয়া হয়েছিল। এদের মধ্যে অন্য মামলায় শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি হয় এবং হাবিল নামের অপর এক আসামি কারাগারে মারা যান। এছাড়া মামলার ৪ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। বাকি ১০ আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। এ সময় টাঙ্গাইলেও বোমা হামলা চালানো হয়।