শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ১৬ হাজার প্যাকেট নকল ডারবি ও হ‌লিউড ব্রা‌ন্ডের সিগা‌রেট জব্দ

টাঙ্গাইলে ১৬ হাজার প্যাকেট নকল ডারবি ও হ‌লিউড ব্রা‌ন্ডের সিগা‌রেট জব্দ

 

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ১৬ বস্তায় ১৬ হাজার প্যাকেট ডারবি ও হলিউড ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৭ থেকে ৮ লাখ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর
শহরের পূর্ব আদালত পাড়া ঢাকা রোডের দক্ষিণ পাশে এস.এ. পরিবহনের কাউন্টার থেকে এই নকল সিগারেট জব্দ করা হয়।

টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে এস.এ.পরিবহনের কাউন্টার থেকে ১৬ বস্তায় ১৬ হাজার প‌্যা‌কেট ডারবি ও হ‌লিউড ব্রা‌ন্ডের নকল সিগা‌রেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭ থেকে ৮ লাখ টাকা। সিগারেটগুলো গাইবান্ধা ও বগুড়া থেকে এসেছে। গাইবান্ধার শাহেদ নামের একজন পাঠিয়েছিল।

তিনি আরও জানান, এই সিগারেট গুলো টাঙ্গাইলের জব্বার নামের একজন রিসিভ করার কথা ছিল। সিগারেটগুলো জব্দের পর তাদেরকে কল দিলেও তাদের পাওয়া যাইনি। এই নকল সিগারেট গুলো থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -