রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Homeটাঙ্গাইল জেলামধুপুরটাঙ্গাইলে ২৫ মামলার আসামি হায়েত আলী গ্রেফতার

টাঙ্গাইলে ২৫ মামলার আসামি হায়েত আলী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ২৫ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মো. হায়েত আলী (৪৫)।

বৃহস্পতিবার (১৬ মে) গাজীপুরের প্রত্যন্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মো. তারিক কামাল সাহেবের তত্ত্বাবধানে ও এসআই মো. জুবাইদুল হকের অভিযানে মধুপুর থানা টাঙ্গাইল সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানার তেলিরচালা গ্রামস্থ সিদ্দিক মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, পলাতক ওই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -