টাঙ্গাইলে ২ টি বিদেশী পিস্তল,২ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৩

0
90

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলে ২ টি বিদেশী পিস্তল,২ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২এর সদস্যরা। বুধবার গভীর রাতে সদর উপজেলার গোডবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকার মৃত মোফাজ্জল হোসেন ছেলে সিদ্দিকুর রহমান (২৯), ঢাকার উত্তরার মৃত নুরুল হোসেনের ছেলে তারেক হোসেন (৪৪) এবং নরসিংদীর পশ্চিম বাহ্মনদী এলাকার মৃত নুরুল হোসেনের ছেলে ওয়ালিদ হোসেন (৪৪)।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোডবাড়ী গ্রামের মোতালেবের বাড়ির দক্ষিন পশ্চিমের ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতরে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় তিনজনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে নরসিংদী ও আশপাশ জেলায় ডাকাতি, ছিনতাই, খুন ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকা- করে আসছে। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে চাঁদাবাজি, ছিনতাই ও লোকজনকে ভয় ভীতি, হুমকিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে থাকে। অবৈধভাবে লাইসেন্স ব্যতিত বিদেশী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজেও-৪৬১১২ ডিএডি মোঃ শাকিরুর রহমান র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-A ধারায় ০১ টি মামলা দায়ের করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।