রবিবার, মার্চ ২৬, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে ২ টি সিসা তৈরির কারখানা উচ্ছেদ ৩১৫ বার সিসা জব্দ! 

টাঙ্গাইলে ২ টি সিসা তৈরির কারখানা উচ্ছেদ ৩১৫ বার সিসা জব্দ! 

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ভূঞা বাড়ী আমবাগান এলাকার পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির ২ টি কারখানা উচ্ছেদ ৩১৫ বার সিসা জব্দ।

সোমবার (৬ ই মার্চ) টাঙ্গাইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়-এর যৌথ উদ্যোগে টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এবং জনাব তাপস চন্দ্র পাল এর নেতৃত্বে ঘাটাইল উপজেলার সাগরদিঘীর আমবাগান নামক স্থানে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সীসা উৎপাদনকারী ২ (দুটি) কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ভ্যেকু দিয়ে কারখানার সকল স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ৩১৫ পিচ সীসা বার জব্দ করা হয়েছে। অভিযানের সময় কারখানার মালিক/স্বত্বাধিকারী কেউ উপস্থিত না থাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কোনো প্রকার জেল/জরিমানা করা সম্ভব হয়নি। উক্ত উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশ, টাঙ্গাইল ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন।

টাঙ্গাইল জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাজিয়া হোসেন ও টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা তুহিন আলম জানা, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -