টাঙ্গাইলে ৩ দিনব্যাপি কৃষি মেলা শুরু

0
48
News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তিন ব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে টাঙ্গাইল জেলা সদরের জনসেবা চত্ত্বরে আয়োজিত জেলা প্রশাসক শরীফা হক এই কৃষি মেলা উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তিন দিনব্যাপী ওই মেলা ঘিরে কৃষি উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এবার মেলায় কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোক্তা এবং বিভিন্ন এনজিও’র ৪০ টি উদ্ভাবনী স্টল স্থান পেয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।