“উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো টাঙ্গাইলেও সরকারের সফলতা নিয়ে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯৩টি স্টল অংশ করেছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসন এর উদ্যোগে কালেক্টরেট ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন মেলার শুভ উদ্ভোধন করেছেন। এসময় টাঙ্গাইল জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসলাম খান,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনদিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উন্নয়ন মেলা চলবে ।